মিডিয়া ফেলোশিপ – ২০২৪

মিডিয়া ফেলোশিপ – ২০২৪

মিডিয়া ফেলোশিপ
২০২৪

ফেলোশিপ সম্পর্কিত

অ্যাসোসিয়েশন অব স্কিন কেয়ার অ্যান্ড বিউটি প্রোডাক্টস ম্যানুফ্যাকচারারস অ্যান্ড এক্সপোটার্স বাংলাদেশ (এএসবিএমইবি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন বাণিজ্য সংগঠন হিসেবে লাইসেন্স প্রাপ্ত একটি ব্যবসায়ি সংগঠন। বাংলাদেশে কালার কসমেটিকস, স্কিন কেয়ার, পারসোনাল কেয়ার এবং হোম কেয়ার পণ্য উৎপাদন ও রপ্তানিকারকদের এই সংগঠন ভেজাল ও নকল পণ্য সম্পর্কে ক্রেতাদের মাঝে সচেতনতা বাড়ানোসহ এই শিল্প খাতের নানাবিধ সমস্যা-সম্ভাবনা, রপ্তানি বাজার সম্প্রসারণ, নীতিনির্ধারনী প্রক্রিয়ায় অংশগ্রহণসহ নানামুখি কর্মকান্ড পরিচালনা করে আসছে। বিশ্বজুড়ে ক্রেতাদের চাহিদা ও মানসিকতার পরিবর্তনকে গুরুত্ব দিয়ে বাংলাদেশি উৎপাদন কার্যক্রম নিয়মিত রাখা এবং মানসম্মত পণ্য ক্রেতাদের কাছে পৌঁছে দিতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণও সংগঠনটির অন্যতম উদ্দেশ্য। সে কারণে নকল- ভেজালসহ মিথ্যা ঘোষণায় আমদানি, সরকারের রাজস্ব খাতে এই সেক্টরের প্রভাব ইত্যাদি বিষয় নিয়ে গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গেও সংযুক্ত হতে চায় সংগঠনটি। কেননা, ভেজাল ও নকল পণ্যে স্বাস্থ্যহানি ঘটে। ত্বকের নানাবিধ রোগসহ ক্যান্সার বা মৃত্যু ঝুঁকি বাড়ে। পরিস্থিতি বিবেচনায় স্বচ্ছ, বস্তুনিষ্ঠ, ভারসাম্যপূর্ণ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনে সংবাদ মাধ্যমের ভূমিকা ও সাংবাদিকদের সক্ষমতা বাড়াতে মিডিয়া ফেলোশিপ ঘোষণা করেছে অ্যাসোসিয়েশন অব স্কিন কেয়ার অ্যান্ড বিউটি প্রোডাক্টস ম্যানুফ্যাকচারারস অ্যান্ড এক্সপোটার্স বাংলাদেশ (এএসবিএমইবি)।

উক্ত ফেলোশিপের লক্ষ্য হলো স্কিন কেয়ার ও কসমেটিকস খাতের সমসাময়িক, জনগুরুত্বপূর্ণ এবং জটিল বিষয়ে ইন-ডেপথ সংবাদ প্রতিবেদন প্রস্তুতে বাংলাদেশি সাংবাদিকদের সহায়তা করা। পাশাপাশি জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্য ও বাংলাদেশ সরকারের অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার সঙ্গে সঙ্গতি রেখে গণমাধ্যমের উন্নয়নে অবদান রাখা ।

ফেলোশিপ সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য

সংবাদপত্র, টেলিভিশন, সরকার কর্তৃক নিবন্ধন প্রদানকৃত অনলাইন নিউজ পোর্টালে কর্মরত স্বাস্থ্য বিষয়ক প্রতিবেদন তৈরিতে অভিজ্ঞ সাংবাদিকগণ এই ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন। ঢাকার বাইরের বিভাগ / জেলার স্থানীয় সংবাদপত্রে কর্মরত সাংবাদিকগণও আবেদন করতে পারবেন।

ফেলোশিপের মেয়াদকাল:৩ (তিন) মাস, ফেব্রুয়ারি-এপ্রিল ২০২৪

ফেলোশিপকালীন নির্ধারিত কাজ- সংবাদ/ফিচার/ প্রতিবেদন তৈরির উদ্দেশ্যে তথ্য সংগ্রহের জন্য যাতায়াত এবং আনুষঙ্গিক খরচ বাবদ সম্মানী/ভাতা প্রদান করা হবে।

ঢাকায় আয়োজিত একটি অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচিত ফেলোশিপ সম্পাদনকারী সাংবাদিকদের সার্টিফিকেট, ক্রেস্ট এবং সম্মানী চেক হস্তান্তর করা হবে।

আবেদনের নিয়মাবলী

এএসবিএমইবি -এর নির্ধারিত অফিসিয়াল ওয়েবসাইটে (https://asbmeb.com/fellowship/)দেয়া তথ্য অনুসারে নিজ নিজ প্রতিষ্ঠানে পক্ষে আবেদন করতে হবে।

শুধুমাত্র অনলাইনে পূরণকৃত আবেদনপত্র গ্রহণযোগ্য হবে। আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র এবং প্রয়োজনীয় সকল ডকুমেন্টসসহ আগামী ২৫ জানুয়ারির মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

আবেদনের সঙ্গে যা সংযুক্ত করতে হবে

সংশ্লিষ্ট বিষয়ে ইতোমধ্যে প্রকাশিত/ প্রচারিত প্রতিবেদনের কপি

সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত, এক কপি পাসপোর্ট সাইজ ছবি, প্রতিষ্ঠানের আইডি কার্ড ও এনআইডি কার্ডের অনুলিপি

আবেদনকারীর সংশ্লিষ্ট মিডিয়া প্রতিষ্ঠানের সম্পাদক/প্রধান নির্বাহী/ চীফ রিপোর্টারের স্বাক্ষরিত একটি অনুমতিপত্র। উক্তপত্রে এই ফেলোশিপের আওতায় তৈরিকৃত রিপোর্ট/প্রতিবেদনসমূহ প্রচার/ প্রকাশের নিশ্চয়তার বিষয়টি উল্লেখ থাকা অত্যাবশ্যক।

অ্যাসোসিয়েশন অব স্কিন কেয়ার অ্যান্ড বিউটি প্রোডাক্টস ম্যানুফ্যাকচারারস অ্যান্ড এক্সপোটার্স বাংলাদেশ (এএসবিএমইবি) এই ফেলোশিপ সংক্রান্ত যে কোন সিদ্ধান্ত নেয়ার সকল স্বত্ব সংরক্ষণ করে।